ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহীতে ডাঃ কাজেম হত্যার বিচার দাবিতে মানববন্ধন।

প্রখ্যাত চর্ম বিশেষজ্ঞ ডাঃ গোলাম কাজেম আলী হত্যার সুষ্ঠু বিচার দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসক ও শিক্ষার্থীরা।
  • আপলোড তারিখঃ 30-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 6832 জন
রাজশাহীতে ডাঃ কাজেম হত্যার বিচার দাবিতে মানববন্ধন। ছবির ক্যাপশন: মানববন্ধন
ad728


রাজশাহী প্রতিনিধি :

প্রখ্যাত চর্ম বিশেষজ্ঞ ডাঃ গোলাম কাজেম আলী হত্যার সুষ্ঠু বিচার দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসক ও শিক্ষার্থীরা।


বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে মেডিকেল কলেজের শিক্ষক লাউঞ্জে বৈষম্য বিরোধী চিকিৎসক ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে চিকিৎসক নেতারা বলেন, দুই বছর আগে বিগত সরকারের মদদে ডাক্তার কাজেম আলীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। সংবাদ সম্মেলন থেকে কাজেম আলী হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।


সংবাদ সম্মেলন শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বিগত জাতীয় নির্বাচনের আগে প্রতিপক্ষ রাজনৈতিক নেতাকর্মীদের ভয় দেখাতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। দ্রুত এই হত্যার বিচার না হলে চিকিৎসক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে মানববন্ধন থেকে ঘোষণা দেয়া হয়।


মানববন্ধনে অনান্যদের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ খন্দকার ফয়সাল আহম্মেদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রাজশাহী-২ আসনের প্রার্থী অধ্যাপক ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর বক্তব্য রাখেন।


উল্লেখ্য, ২০২৩ সালের ২৯ অক্টোবর গভীর রাতে পেশাগত কাজ শেষে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে নগরীর বর্ণালীর মোড়ে আততায়ীরা ডাক্তার  গোলাম কাজেম আলীর পথরোধ করে মাইক্রোবাস থেকে নেমে বুকে ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান