ঢাকা | ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

নজিপুর সরকারি কলেজে ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং কলেজ কমিটি গঠনের লক্ষ্যে ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) নওগাঁর নজিপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার মাহমুদ।
  • আপলোড তারিখঃ 18-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 12935 জন
নজিপুর সরকারি কলেজে ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ ছবির ক্যাপশন: নজিপুর সরকারি কলেজে ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ
ad728


স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং কলেজ কমিটি গঠনের লক্ষ্যে ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) নওগাঁর নজিপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার মাহমুদ। 

প্রধান অতিথির বক্তব্যে কাওছার মাহমুদ বলেন, ছাত্রদলকে শক্তিশালী করার লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের মাঝে সদস্য ফরম বিতরণ করা হচ্ছে। তাদের কাছে দলের আদর্শ তুলে ধরা হচ্ছে। এর মাধ্যমে তৃণমূল থেকে ছাত্রদল আরও শক্তিশালী হবে। তারেক রহমানের নেতৃত্বে

ছাত্রদল আগামীর বাংলাদেশ বিনির্মাণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় নওগাঁ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ, সহ সাংগঠনিক সম্পাদক  আল আমিন বাদশা, পত্নিতলা ছাত্রদলের সদস্য সচিব রুবেল যুগ্ম আহবায়ক রাকিব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রামপুরা- হাতিরঝিল প্রেসক্লাবের যাত্রা শুরু