ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়িতে মৎস্য অফিস থেকে বিকল্প কর্মসংস্থান হিসেবে ছাগল পেলো দরিদ্র জেলেরা

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মৎস সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থান (এআইজিএ) কার্যক্রমের উপকরণ বিতরণ করেছে খাগড়াছড়ি উপজেলা মৎস্য অফিস ।
  • আপলোড তারিখঃ 23-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 10076 জন
খাগড়াছড়িতে মৎস্য অফিস থেকে বিকল্প কর্মসংস্থান হিসেবে ছাগল পেলো দরিদ্র জেলেরা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


খাগড়াছড়ি প্রতিনিধি।।

 পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মৎস সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থান (এআইজিএ) কার্যক্রমের উপকরণ বিতরণ করেছে খাগড়াছড়ি  উপজেলা মৎস্য অফিস ।

রবিবার(২৩ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি সদর উপজেলা প্রাঙ্গণে  অস্বচ্ছল জেলেদের মাঝে উপকরণ হিসেবে এ ছাগল বিতরণ করা হয়। এ সময় সদর উপজেলা মৎস্য কর্মকর্কা সুদৃষ্টি চাকমা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়। এসময় ১২জন জেলেকে  ৪টি করে মোট ৪৮টি ছাগল প্রদান করা হয়। 

উপজেলা মৎস্য কর্মকর্তা সুদৃষ্টি চাকমা বলেন, জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে ছাগল বিতরণ করা হয়েছে। অফ সিজনে জেলেরা যেন বিকল্প কর্মসংস্থান হিসেবে ছাগল পালনের মধ্যদিয়ে জীবিকা নির্বাহ করতে পারেন,সেজন্য এ উদ্যোগ নেয়া হয়েছে।

ছাগল পেয়ে জেলেরা জানান, আমরা প্রতিদিন জাল দিয়ে মাছ ধরি। কিন্তু সেটা দিয়ে আমাদের সংসার চলে না। শীত আর বসন্ত কালে আমাদের কোন কাজ না থাকায় কোন আয়-রোজগার থাকেনা। আজকে আমরা ৪টি করে ছাগল পেয়ে খুবই উপকৃত হয়েছি।

এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য বঙ্গমিত্র চাকমা, জেলা মংস্য কর্মকর্তা ড. রাজু আহম্মেদ,পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মৎস্য সম্পদ প্রকল্পের সহকারী পরিচালক শরৎ কুমার ত্রিপুরাসহ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

রামপুরা- হাতিরঝিল প্রেসক্লাবের যাত্রা শুরু