ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামের কর্ণফুলীতে যুবকের আত্মহত্যা

চট্টগ্রামের কর্ণফুলীতে এনজিওর কাছ থেকে নেয়া ঋণের কিস্তি পরিশোধের চাপ সইতে না পেরে বিয়ের ২ মাসের মাথায় বরকত হোসেন(২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
  • আপলোড তারিখঃ 07-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 117916 জন
চট্টগ্রামের কর্ণফুলীতে যুবকের আত্মহত্যা ছবির ক্যাপশন: বরকত হোসেন
ad728




নিজস্ব প্রতিনিধি :

চট্টগ্রামের কর্ণফুলীতে এনজিওর কাছ থেকে নেয়া ঋণের কিস্তি পরিশোধের চাপ সইতে না পেরে বিয়ের ২ মাসের মাথায় বরকত হোসেন(২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।


আজ শুক্রবার (৭ মার্চ) বিকেল আনুমানিক পৌনে তিনটার দিকে চরপাথরঘাটার ১নম্বর ওয়ার্ডে নুর ইসলাম মাঝির বাড়িতে এই ঘটনাটি ঘটে।

মৃত বরকত ওই এলাকার মৃত হোসেন আহমেদের ছোট পুত্র। তিনি পেশায় একজন রিকশা চালক। গত দুই মাস আগে বাঁশখালী উপজেলার এক তরুণীকে সামাজিক ভাবে বিয়ে করেন বরকত হোসেন।

পরিবারের বরাত দিয়ে পাশ্ববর্তী এলাকার ইউপি সদস্য আজাদ বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবার থেকে শুনেছি বরকত দুইমাস আগে বিয়ে করেছে। তখন তিনি উদ্দীপন নামে একটি এনজিও থেকে ৯০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন।  সেই ঋণের টাকা পরিশোধ করতে হিমশিম খাচ্ছিলেন বরকত। এর আগেও তিনি আরও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে তার পরিবার জানায়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে  পাঠানো হয়েছে। এই ঘটনায় একটা অপমৃত্যু মামলা  প্রক্রিয়াধীন রয়েছে। 


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল