ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম বোয়ালখালীতে তেলের দাম বেশি নেওয়ায় দোকানিকে জরিমানা

  • আপলোড তারিখঃ 09-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 3494 জন
চট্টগ্রাম বোয়ালখালীতে তেলের দাম বেশি নেওয়ায় দোকানিকে জরিমানা ছবির ক্যাপশন: তেলের দাম বেশি নেওয়ায় দোকানিকে জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত
ad728



আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে ৩ ব্যবসায়ীকে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রি করায় অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

রবিবার (৯ মার্চ) সকালে বোয়ালখালী উপজেলার জোট পুকুর পাড় এবং পৌর সদরের দরপপাড়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা এই অভিযান পরিচালনা করেন।


কানিজ ফাতেমা বলেন, ধার্য্যকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মক্কা-মদিনা স্টোরের স্বত্বাধিকারী আহামদুল হককে ১০ হাজার টাকা, কবির ব্রাদার্সের রবিউলকে ২ হাজার টাকা ও হাজী ছালেহ স্টোরের মো.শফিকুল ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় বাজার দর মনিটরিং করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

অষ্টগ্রামে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল