নিজস্ব প্রতিনিধি :
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪মার্চ) উপজেলার কাস্তুল জিরো পয়েন্টে ইউনিয়ন জামাতে ইসলামীর সভাপতি মঞ্জুর এলাহীর সভাপতিত্বে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জামাতে ইসলামী'র সম্পাদক হানিফ মিয়ার সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সম্ভাব্য এমপি প্রার্থী এড.রোকনরেজা শেখ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী অষ্টগ্রাম উপজেলা শাখার সভাপতি মাওঃ আশরাফুল হক,সেক্রটারি মঞ্জুরুল ইসলাম,অষ্টগ্রাম উপজেলা ওলামা মাশায়েখ এর সভাপতি মাওঃ হাবিবুর রহমান প্রমুখ। দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।