ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াপুরে বৈসু উপলক্ষে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী খেলাধুলা শুরু

ত্রিপুরাদের বৈসু উপলক্ষ্যে খাগড়াছড়িতে খাগড়াপুর বৈসু উদযাপন কমিটির উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খেলাধুলা প্রতিযোগিতা শুরু হয়েছে। শুক্রবার(০৪এপ্রিল) বিকালে খাগড়াপুর মাঠে বৈসু উদযাপন কমিটির আহ্বায়ক সেবিকা ত্রিপুরা'র সভাপকিত্বে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী খেলাধুলার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক সুধাকর ত্রিপুরা।
  • আপলোড তারিখঃ 04-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 194029 জন
খাগড়াপুরে বৈসু উপলক্ষে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী খেলাধুলা শুরু ছবির ক্যাপশন: বৈসু উপলক্ষে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী খেলাধুলার উদ্বোধন
ad728


খাগড়াছড়ি প্রতিনিধি।। ত্রিপুরাদের বৈসু উপলক্ষ্যে খাগড়াছড়িতে খাগড়াপুর বৈসু উদযাপন কমিটির উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খেলাধুলা প্রতিযোগিতা শুরু হয়েছে।


শুক্রবার(০৪এপ্রিল) বিকালে খাগড়াপুর মাঠে বৈসু উদযাপন কমিটির আহ্বায়ক সেবিকা ত্রিপুরা'র সভাপকিত্বে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী খেলাধুলার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক সুধাকর ত্রিপুরা।


ত্রিপুরা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব হল বৈসু। জুম চাষ শুরুর আগে ত্রিপুরারা এই উৎসব পালন করে। বৈশাখ মাস থেকে জুম চাষ শুরু হয়। ত্রিপুরা জাতির বৈসু উৎসব প্রধানত তিনদিন। পুরনো বছরের শেষ দুই দিন ও নতুন বছরের প্রথম দিন। আমাদের ঐতিহ্যবাহী খেলাধুলা হারিয়ে যাচ্ছে।  ত্রিপুরাদের খেলাধুলা সংরক্ষণ করার জন্য এই প্রতিযোগুতার আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজক কমিটিরা।


আলোচনাসভার শেষে মাঠ প্রাঙ্গণে সুকুই ( গিলা) খেলা, ওয়াকরাই, চপ্রিং, কাংটি/কাং, বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত হয়।


এ সময় এ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা,সমাজসেবক বলিন্দ্র ত্রিপুরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান