ঢাকা | বঙ্গাব্দ

ফুড ডেলিভারি করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে যুবক নিহত

  • আপলোড তারিখঃ 09-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 96566 জন
ফুড ডেলিভারি করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে যুবক নিহত ছবির ক্যাপশন: নিহত ইসহাক সায়েদ।
ad728

অধ্যাপক শেখ কামাল উদ্দিন( কসবা প্রতিনিধি)

মরুভূমির দেশ সৌদি আরবে ফুড ডেলিভারি করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ইসহাক সায়েদ (২১) নামে ব্রাহ্মণবাড়িয়ার কসবার যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার  ( ৯ মার্চ ) সৌদি আরবের দাম্মাম শহরে স্থানীয় সময় রাত ৩ টার দিকে তার মৃত্যু হয়। নিহত ইসহাক সৌদি আরবে হাংগেরি নামক কোম্পানিতে ফুড ডেলিভারিতে মোটরসাইকেল রাইডার হিসেবে কাজ করত। সে কসবা পৌরসভার আড়াইবাড়ী গ্রামের খোরশেদ আলমের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতে দেশটিতে মোটরসাইকেলযোগে ফুড ডেলিভারি করতে গিয়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সে মারা যায়। তার বাবা খোরশেদ আলম জানায়, সংসারের হাল ধরতে গত বছরের আগস্ট মাসে ছেলেকে সৌদি আরব পাঠিয়েছিলাম। তবে আজ তার মৃত্যুর সংবাদ পেয়েছি। সরকারের কাছে আকুল আবেদন আমার ছেলের লাশ যেন দ্রুত বাংলাদেশে ফেরত আনতে পারি। এ ঘটনায় নিহতের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 উপজেলা নির্বাহী অফিসার কসবা  মো.ছামিউল ইসলাম বলেন, নিহতের পরিবারের পক্ষ হতে সংশ্লিষ্ট দপ্তরে লাশ ফেরত আনার আবেদন করলে স্থানীয় প্রশাসন সর্বোচ্চ সহায়তা করবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নবীনগরে জুলাই গণঅভ্যুত্থানে ৫ শহীদের সমাধিতে শ্রদ্ধা