ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

  • আপলোড তারিখঃ 14-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 95433 জন
গফরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ছবির ক্যাপশন: গফরগাঁওয়ে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ-১৪৩২
ad728

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে উৎসবমূখর পরিবেশে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ-১৪৩২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার সকালে গফরগাঁও উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, লোকজ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় ইউএনও এন. এম আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিনি ষ্টেডিয়ামে বটতলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। 

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বটতলায় বর্ষবরন ও লোকজ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব, পরিকল্পনা কমিশনের ভৌতঅবকাঠামো বিভাগের সদস্য এম. এ আকমল হোসেন আজাদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, গফরগাঁওয়ে সেনাবাহিনীর দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ল্যাফটেনেন্ট ফয়সাল আরবি জিহাদ, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শিবিরুল ইসলাম, পাগলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফেরদৌস আলম, উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন,

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হোসেন, পাট উন্নয়ন কর্মকর্তা ফজলুল হক, বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। 

দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠানে জারি গান, লাঠি খেলা, কাবাডি প্রতিযোগিতা, হাঁস ধরা প্রতিযোগিতা, ঘুড়ি উৎসব ও আতশবাজি উৎসব অনুষ্ঠিত হয়। এছাড়াও পৌরশহরে মিনি ষ্টেডিয়ামে মাঠসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজারে বসছে বৈশাখী মেলা। এসব মেলায় বিভিন্ন পন্যের প্রদর্শনী স্টল, নকশিকাঁথা, মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র ও শিশুদের খেলনা দোকান স্থান পায়। 


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
notebook

গফরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ