ঢাকা | বঙ্গাব্দ

‎পানছড়িতে দুই অসহায় পরিবারের মাঝে সেনাবাহিনীর নতুন ঘর উপহার ‎

‎খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মুসলিম নগর গ্রামে পানছড়ি সাব জোন কমান্ডার দুটি অসহায় পরিবারকে নতুন ঘর উপহার দিয়েছেন।
  • আপলোড তারিখঃ 26-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 179564 জন
‎পানছড়িতে দুই অসহায় পরিবারের মাঝে সেনাবাহিনীর নতুন ঘর উপহার   ‎ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


‎ইকবাল হোসাইন  (পানছড়ি প্রতিনিধি):

‎খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মুসলিম নগর গ্রামে পানছড়ি সাব জোন কমান্ডার দুটি অসহায় পরিবারকে নতুন ঘর উপহার দিয়েছেন।

‎শনিবার ( ২৬ এপ্রিল) সকাল সাড়ে এগারোটায় পানছড়ি সাব জোনের জোন কমান্ডার মেজর মোঃ রিফাত হোসাইন পরিবার দুটির মাঝে ঘর বুঝিয়ে দেন।

‎এসময় জোন কমান্ডার বলেন, পার্বত্য এলাকার শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষে জনকল্যাণমূলক কর্মসূচীর কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সাথে দেশ মাতৃকার সেবায় পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে তিনি সকলকে আশ্বস্থ করেন।

‎অন্যান্যদের মাঝে, পানছড়ি সাব জোনের সিনিঃ ওয়াঃ অফিসার বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, সহ-সভাপতি নুরুল কায়েশ শিমুল, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, যুগ্ন সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান