মনের গভীরে ক্ষত
-আমিনুল হক নজরুল
ভেতরে সায়াহ্নের অন্ধকার,
নীরব বিষাদের রেখা,
শুধু শ্বাসের শব্দ,
মৃদু আর্তনাদে রচিত।
অনেক কথা বলা হয়নি,
অনেক সময় নিথর দাঁড়িয়ে-
তাকিয়ে আছি অতীতের প্রান্তে,
ক্ষতপ্রাপ্ত হৃদয়ের শূন্যতার বুকে।
চাঁদ যখন ঝরে আকাশের কোণায়,
মনে পড়ে যায় কিছু অপেক্ষার অনুভূতি,
যা কখনও শেষ হয়না,
বরফগলা জীবন ধারায় প্রবাহমান সারাক্ষণ।