ঢাকা | বঙ্গাব্দ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে মাদারীপুরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যার দ্রুত বিচার ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মাদারীপুর রিপোর্টার্স ইউনিটির আয়োজনে জেলায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে মাদারীপুর প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়।
  • আপলোড তারিখঃ 15-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 82809 জন
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে মাদারীপুরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন ছবির ক্যাপশন: মানববন্ধন
ad728


মাদারীপুর প্রতিনিধি:

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যার দ্রুত বিচার ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মাদারীপুর রিপোর্টার্স ইউনিটির আয়োজনে জেলায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে মাদারীপুর প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে তা অত্যান্ত বেদনাদায়ক। এই ঘটনায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা। পাশাপাশি সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে সাংবাদিকদের সুরক্ষা ও নিরাপত্তা আইন কার্যকরী ভাবে বাস্তবায়ন করতে সরকারের কাছে আহবান জানানো হয়।

মানববন্ধনে মাদারীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুবল বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক সেলিম ফরাজী, বেলাল খান, এ্যাডভোকেট আবুল হাসান সোহেল, রাহাত হোসাইন,নমেহেদী হাসান সোহাগ, সঞ্জয় কর্মকর অভিজিৎ, গাউছ-উর রহমান, ফায়জুল শরীফ, মাসুদ সরদারসহ অনেকই।

গত ৭ আগষ্ট বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামানকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে একদল দুর্বৃত্ত। ভয়ে দৌড়ে ঈদগাঁ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন তুহিন। পরে দোকানের ভেতর ঢুকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে করে ওই সাংবাদিককে। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ মুহুর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনায় শুক্রবার সকালে সাংবাদিক আসাদুজ্জামানের বড়ভাই সেলিম বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা করেন। গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ, র‌্যাব ও পিবিআই আলাদাভাবে অভিযান চালিয়ে এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে। নিহত আসাদুজ্জামান তুহিনের গ্রামেরবাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। তিনি পরিবারসহ থাকতেন গাজীপুর নগরের চৌরাস্তা এলাকায়।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান