ঢাকা | বঙ্গাব্দ

কটিয়াদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ হতে ২৪ আগস্ট/২০২৫ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে র‌্যালি, আলোচনা সভা, পোনা মাছ অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 18-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 35296 জন
কটিয়াদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা ছবির ক্যাপশন: র‌্যালি
ad728



মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার : 

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ হতে ২৪ আগস্ট/২০২৫ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে র‌্যালি, আলোচনা সভা, পোনা মাছ অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় । পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মোঃ কাউছার মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহাকারি কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম ভূইয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তার, উপজেলা হ্যাচারি অফিসার মোঃ মঞ্জুরুল হক, মুমুরদিয়া ইউপির চেয়ারম্যান মোঃ আলা উদ্দিন সাবেরী, উপজেলা জামায়েত ইসলামীর নায়েবে আমির সাইদুল হক বিএসসি, উপজেলা মৎস্য জীবিদলের আহবায়ক বাদল প্রদানসহ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মৎস্য খামারি ও মৎসজিবীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মৎস্য চাষের মধ্যদিয়ে বেকারত্ব দূর হয়েছে। বর্তমানে বাংলাদেশে মৎস্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে সরকারের নানামুখী উদ্যোগে  দেশ এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে মৎস্যচাষিরা।

আলোচনা শেষে দেশীয় প্রজাতির মৎস্য সংরক্ষণ ও উন্নয়নে অবদানের জন্যবিভিন্ন ক্যাটাগরিতে মৎস্য চাষি, উদ্যোক্তাদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।