ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছিতে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দুই গ্রুপের গোলাগুলি: নিহত এক, আহত এক

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার হেডম্যান পাড়া এলাকায় দুটি গ্রুপের গুলাগুলিতে এক ইউপিডিএফ সদস্য নিহত ও এক নারী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
  • আপলোড তারিখঃ 19-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 158174 জন
খাগড়াছিতে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দুই গ্রুপের গোলাগুলি: নিহত এক, আহত এক ছবির ক্যাপশন: খাগড়াছিতে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দুই গ্রুপের গোলাগুলতে নিহত এক
ad728


সেলিম হোসেন মায়া (স্টাফ রিপোর্টার):

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার হেডম্যান পাড়া এলাকায় দুটি গ্রুপের  গুলাগুলিতে এক ইউপিডিএফ সদস্য নিহত ও এক নারী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।


আজ বুধবার (১৯ মার্চ ) সকালে এই হামলার ঘটনা ঘটার খবর পাওয়া যায়। নিহত সুবি ত্রিপুরা(৩৫) ইউপিডিএফ সদস্য তাইন্দং ইউপির হেডম্যান পাড়া গ্রামের বাসিন্দা  বাসনা ত্রিপুরা পুত্র, আহত নারীর নাম তারাপতি ত্রিপুরা (২০)। তিনি নিহত সুবি ত্রিপুরার ছোট বোন। তিনি একই গ্রামের ধন ত্রিপুরার স্ত্রী। 


ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা জানান, সকালে অস্তিন ত্রিপুরার ওপর অর্তকিতে হামলা চালালে ঘটনাস্থলে তিনি মারা যায়। এ ঘটনার জন্য সন্তু লারমার জেএসএসকে দায়ী করেন তিনি। 


মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে রওনা হয়েছে। ঘটনাস্থল অতি দুর্গম হওয়ায় পুলিশ এখনো পৌঁছাতে পারেনি।’


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।