এম এ আকবর খন্দকার:
কিশোরগঞ্জে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম'র (ডিপিএফ) উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপনে আলোচনা সভা, মাসিক সমন্ময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ মার্চ বুধবার বিকেলে জেলা শহরের পুরান থানাস্হ করিমগঞ্জ সমিতির কার্যালয়ে স্বপ্রণোধিত অনুষ্ঠান মালায় সভাপতিত্ব করেন ডিপিএফ সহ-সভাপতি হাসিনা হায়দার চামেলী ।
সাধারণ সম্পাদক মীর আশরাফ উদ্দিনের সঞ্চালনায় স্বাধীনতা দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন ডিপিএফ মেন্বার এম এ আকবর খন্দকার, জাহাঙ্গীর কবির, লিমা আক্তার, জাহাঙ্গীর ফকির, শাহিন মিয়া, জেমিমা আক্তার, রবিউল্লাহ, এমদাদ উদ্দিন সবুজ ।
আলোচনা শেষে ইফতার পূর্বে মহান স্বাধীনতা যুদ্ধের মহা নায়ক ও বীর শহিদ মুক্তিযোদ্ধের রুহের মাগফেরাত কমানা এবং দেশ-জাতীর কল্যাণে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সংগঠেন সদস্য এজ্জাজ হোসেন কাজল।
সন্ধ্যায় উপস্হিত সদস্যদের নিয়ে মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত হয়। সভা ও বিভিন্ন গুরুত্বপূর্ন দিবস উদযাপনে সদস্যদের অংশ গ্রহন নিয়ে আলোচনা করা হয়। একই সাথে ১ বছর সময়ে যে সকল সদস্য মাসিক চাদাঁ দিতে ব্যার্থ তাদেরকে চলতি মাসের মধ্যই চাদাঁ পরিশোধ করে সাংগঠনিক গতিপথকে বেগবান করনে সুপারিশ করা হয়।