গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার (০১ এপ্রিল) সকাল সাড়ে দশটায় গফরগাঁও পৌরশহরের জামতলা মোড় দলীয় কার্যালয়ে উপজেলা জামায়াতের আমীর ডাঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং মোফাজ্জল আনসারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ -১০ (গফরগাঁও - পাগলা) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী, গফরগাঁও উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাইল হোসেন সোহেল।
বিশেষ অতিথি ছিলেন পাগলা থানা জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হক।
অন্যদের মাঝে উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আশরাফুল ইসলাম,
পাগলা থানা জামায়াতের সেক্রেটারী মাওলানা সিরাজুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি শামসুদ্দোহা মাসুম, ঢাকা ওয়ারী থানা জামায়াতের আমীর মোতাসিম বিল্লাহ, একুশে টিভি র সাংবাদিক আনায়ারুল কাইয়ুম কাজল সহ অনুষ্ঠিত পুনর্মিলনীতে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ গ্রহণ করেন।