ঢাকা | বঙ্গাব্দ

অষ্টগ্রামে ১৫ কেজি গাজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে ১৫ কেজি গাজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে অষ্টগ্রাম থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ময়মনসিংহ জেলার ভালুকা থানার পাড়াগাঁওয়ের বাসিন্দা কামাল হোসেনের ছেলে আকরাম (২৬), নীলফামারী জেলার জলঢাকা থানার তিলাই গ্রামের বাসিন্দা আসাদুল্লাহর ছেলে তরিকুল ইসলাম রাজন (৩২) ও গাইবান্দা জেলার পলণাশবাড়ী থানার বল্লারামপুর পূর্বপাড়ার বাসিন্দা আবেদ আলীর ছেলে নাজমুল হাসান (৩৬)।
  • আপলোড তারিখঃ 14-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 11543 জন
অষ্টগ্রামে ১৫ কেজি গাজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ছবির ক্যাপশন: ১৫ কেজি গাজাসহ গ্রেফতারকৃত ৩ মাদক ব্যবসায়ী
ad728


স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে ১৫ কেজি গাজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে অষ্টগ্রাম থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ময়মনসিংহ জেলার ভালুকা থানার পাড়াগাঁওয়ের বাসিন্দা কামাল হোসেনের ছেলে আকরাম (২৬), নীলফামারী জেলার জলঢাকা থানার তিলাই গ্রামের বাসিন্দা আসাদুল্লাহর ছেলে তরিকুল ইসলাম রাজন (৩২) ও গাইবান্দা জেলার পলণাশবাড়ী থানার বল্লারামপুর পূর্বপাড়ার বাসিন্দা আবেদ আলীর ছেলে নাজমুল হাসান (৩৬)।

সূত্র জানায়, রবিবার (১৩ এপ্রিল) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অষ্টগ্রাম থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবিরের নেতৃত্বে উপজেলার কাস্তুল জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাজাসহ তাদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিনিধিকে জানান, জিসান মিয়া একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

চট্টগ্রামে অনলাইন ব্যবসার আড়ালে ছিনতাইয়ের ফাঁদ, চক্রের ৭ সদস্য গ্রেফতার