স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে ১৫ কেজি গাজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে অষ্টগ্রাম থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ময়মনসিংহ জেলার ভালুকা থানার পাড়াগাঁওয়ের বাসিন্দা কামাল হোসেনের ছেলে আকরাম (২৬), নীলফামারী জেলার জলঢাকা থানার তিলাই গ্রামের বাসিন্দা আসাদুল্লাহর ছেলে তরিকুল ইসলাম রাজন (৩২) ও গাইবান্দা জেলার পলণাশবাড়ী থানার বল্লারামপুর পূর্বপাড়ার বাসিন্দা আবেদ আলীর ছেলে নাজমুল হাসান (৩৬)।
সূত্র জানায়, রবিবার (১৩ এপ্রিল) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অষ্টগ্রাম থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবিরের নেতৃত্বে উপজেলার কাস্তুল জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাজাসহ তাদের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিনিধিকে জানান, জিসান মিয়া একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।