ঢাকা | বঙ্গাব্দ

কবিতা: তোকে নিয়ে ইচ্ছে ডানা

👉উৎসর্গঃ সাবিত রিজওয়ান-এর প্রতি।
  • আপলোড তারিখঃ 07-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 91943 জন
কবিতা: তোকে নিয়ে ইচ্ছে ডানা ছবির ক্যাপশন: কবি মোঃ শাহজালাল হাসান
ad728

কবিতা: তোকে নিয়ে ইচ্ছে ডানা 

মোঃ শাহজালাল হাসান 


ইচ্ছে করছে তোকে কাছে পেতে, 

ইচ্ছে করছে তোর হাতে আলতো করে আমার মাথার চুল বুলিয়ে নিতে। 

ইচ্ছে করছে বলতে 'ভালবাসি', 

ইচ্ছে করছে প্রবাস ছেড়ে তোর কাছে ছুটে আসি। 


ইচ্ছে করছে আজ তোর হাতে—চিংড়ি, লাউ, ভাত খেতে, 

ইচ্ছে করছে তোর মায়াবী কণ্ঠে 'তুই আমার-আমি তোর' ভালবাসার গান শুনতে।

ইচ্ছে করছে আগের মত মনের মাধুরি মিশিয়ে চিঠি লিখতে, 

ইচ্ছে করছে ভালবেসে তোর পায়ে আলতা দিয়ে দিতে। 




নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান