ঢাকা | বঙ্গাব্দ

হালিশহরে কবরস্থান ও মসজিদ রক্ষায় আন্দোলনে রেলওয়েকর্মীরা

চট্টগ্রাম মহানগরীর বন্দর হালিশহর রেলওয়ে ট্রেনিং একাডেমির সামনে কবরস্থান ও মসজিদ রক্ষায় আন্দোলন করেন রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়রা।
  • আপলোড তারিখঃ 06-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 29242 জন
হালিশহরে কবরস্থান ও মসজিদ রক্ষায় আন্দোলনে রেলওয়েকর্মীরা ছবির ক্যাপশন: কবরস্থান ও মসজিদ রক্ষায় আন্দোলনরত রেলওয়েকর্মীরা
ad728



আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রাম মহানগরীর বন্দর হালিশহর রেলওয়ে ট্রেনিং একাডেমির সামনে কবরস্থান ও মসজিদ রক্ষায় আন্দোলন করেন রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়রা।

মসজিদ, শতবর্ষী মাজার ও কবরস্থান রক্ষায় আন্দোলনে নেমেছেন চট্টগ্রাম বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় এলাকাবাসী। হালিশহর সিজিপিওয়াই কবরস্থান ও মসজিদ রক্ষায় লিখিত আদেশ না এলে তারা পূর্বাঞ্চল রেল অফিস ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন।


সোমবার (৬ অক্টোবর) বন্দর হালিশহর রেলওয়ে ট্রেনিং একাডেমির সামনে তাদের এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


এ সমাবেশ থেকে তারা ৯ অক্টোবর পর্যন্ত আলটিমেটাম দিয়ে ঘোষণা দেন- এই সময়ের মধ্যে কবরস্থান, মসজিদ ও মাজার সংরক্ষণের লিখিত আদেশ না এলে রেলের পূর্বাঞ্চল অফিস ঘেরাও করা হবে। প্রয়োজনে সারাদেশের সকল রেল অফিসে কর্মবিরতি ও কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দিয়েছেন তারা।



অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করে বলেন, রেলওয়ের ২১ দশমিক ২৯ একর জমি বিতর্কিত একটি বেসরকারি প্রতিষ্ঠানকে ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) নির্মাণের জন্য লিজ দেওয়া হয়েছে। অথচ এই জমির মধ্যে রয়েছে ৩২ বছরের পুরোনো রেলওয়ে সিজিপিওয়াই কবরস্থান। যেখানে ৪৫০টির বেশি কবর, একটি মসজিদ, শতবর্ষী হযরত কুতুব বিল্লাহ শাহ (রহ.)-এর মাজার ও তিনটি জলাশয় রয়েছে। বিএস জরিপ অনুযায়ী কবরস্থানের আয়তন প্রায় পাঁচ একর বলে উল্লেখ করেন বক্তারা।


রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দাবির মুখে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে বিভাগীয় ভূ-সম্পত্তি (চট্টগ্রাম) কর্মকর্তাকে।  সদস্য হিসেবে রয়েছেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা (চট্টগ্রাম)   ও বিভাগীয় প্রকৌশলী-৩ (চট্টগ্রাম)। কমিটিকে অতি স্বল্প সময়ে সরেজমিন পরিদর্শন শেষে মসজিদ ও কবরস্থানের সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

শার্শায় সালিশ বৈঠকে রক্তক্ষয়ী সংঘর্ষে একই পরিবারের ১০ জন আহত