মো. নজরুল ইসলাম, হাওরাঞ্চল প্রতিনিধি (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে আনুমানিক ৫৫ বছর বয়স্ক অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলার পূর্বঅষ্টগ্রাম ইউনিয়নের আশ্রম ব্রীজ সংলগ্ন এলাকায় আবদুল হান্নান মাষ্টারের আকাশী বাগানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আকাশী বাগানে স্থানীয় লোকজন এক ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে অষ্টগ্রাম থানা পুলিশ লাশটি উদ্ধার করে। এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা স্বীকার করে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন এ প্রতিনিধিকে জানান, এবিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরী (নং ৩১৬) করে লাশ ময়না তদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এই কর্মকর্তা।