ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ে মহান মে দিবসের সিপিবি'র র‍্যালি ও আলোচনা সভা

  • আপলোড তারিখঃ 01-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 127973 জন
গফরগাঁওয়ে মহান মে দিবসের সিপিবি'র র‍্যালি ও আলোচনা সভা ছবির ক্যাপশন: ছবি:- জার্নাল অব কান্ট্রি
ad728

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গফরগাঁও শাখার উদ্যোগে  বৃহস্পতিবার সকাল ১০ টায় স্থানীয় স্মৃতি সৌধ প্রাঙ্গণ থেকে মহান মে দিবসের মিছিল বের করা হয়। মিছিলটি পৌরশহর প্রদক্ষিণ করে স্টেশন চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। 

সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট চিত্র শিল্পী লুৎফর রহমান আরজু ও সিপিবি গফরগাঁও উপজেলা শাখার সম্পাদক কমরেড এডভোকেট সাইফুস সালেহীন প্রমুখ।

বক্তারা শ্রমিক শ্রেণির মুক্তি সংগ্রামে শহীদ শ্রমিকদের  জীবন ও আদর্শের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন যে দাবী নিয়ে আমেরিকার হে মার্কেটে শ্রমিকরা প্রাণ দিয়েছিলেন তা পূর্ণ রুপে আজো বাস্তবায়ন হয়নি। মেহনতী মানুষে শ্রমে ঘামে আজকের সভ্যতা গড়ে উঠেছে অথচ তাদের জীবন এখনো  উন্নত হয়নি। বক্তারা শ্রমজীবী মানুষের চূড়ান্ত মুক্তির লক্ষ্যে সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।