শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ১৭ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকাল ৪টার সময় শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে এই কমিটি ঘোষণা করা হয়।নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে অ্যাডভোকেট রাশেদুল হাসান মাছুম এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক ভোরের দর্পণ পত্রিকার শরীয়তপুর প্রতিনিধি সাংবাদিক সাইফুল ইসলামকে মনোনীত করা হয়েছে।কমিটির অন্যান্যরা হলেন: সহ-সভাপতি সাইদ মাহমুদ, অ্যাডভোকেট রুবায়েত আনোয়ার মনির ও অ্যাডভোকেট নুরুজ্জামান সিপন। সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম, মোঃ মহিউদ্দিন খাঁন এবং অ্যাডভোকেট অনুপ কুমার ঘোষ।এছাড়া, সাংগঠনিক সম্পাদক হিসেবে অ্যাডভোকেট মহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ তারেক আহমেদ, দপ্তর সম্পাদক আলী আহমেদ, ক্রীড়া সম্পাদক মোশাররফ হোসেন খাঁন এবং কোষাধ্যক্ষ হিসেবে দিপু আহমেদ ।কমিটির নির্বাহী সদস্যরা হলেন,আহসান উল্লাহ ইসমাইলী, অ্যাডভোকেট সেলিম আহমেদ, মোঃ কবির খাঁন এবং অ্যাডভোকেট কবির হোসেন।