ঢাকা | বঙ্গাব্দ

মৌলভীবাজারে বেড়াতে গিয়ে পায়ে আঘাত পেলেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহবায়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম সিলেটে বেড়াতে এসে পায়ে আঘাত পেয়েছেন।
  • আপলোড তারিখঃ 05-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 192649 জন
মৌলভীবাজারে বেড়াতে গিয়ে পায়ে আঘাত পেলেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম ছবির ক্যাপশন: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহবায়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম
ad728

আনহার আলী মৌলভীবাজার প্রতিনিধি 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহবায়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম সিলেটে বেড়াতে এসে পায়ে আঘাত পেয়েছেন।

বর্তমানে তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থান করছেন। পায়ে আঘাত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ।

জানা যায়, ঈদের ছুটিতে সিলেট ও মৌলভীবাজারে পরিবার নিয়ে বেড়াতে আসেন নাহিদ ইসলাম। ৩ এপ্রিল তিনি প্রথমে সিলেট যান। সেখানে বেড়ানোর সময় পায়ে মোচড় লাগে। তাৎক্ষণিক তিনি কোন সমস্যা অনুভব করেননি। ঈদের ছুটিতে হাসপাতালে ডাক্তার না থাকার কারণে তখন চিকিৎসা নেওয়া হয়নি। তারপরও সেখানে ব্যবস্থা করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে অর্থপেডিক্সের ডাক্তার জোবায়ের আহমদকে দেখানো হয়। তিনি পায়ে বেন্ডিজ করে দেন। পরে গতকাল ৪ এপ্রিল নাহিদ ইসলাম মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আসেন। এখানে এসে পায়ে ব্যথা অনুভব করেন এবং পা ফুলে যায়। এখান থেকে তাকে তাৎক্ষণিক শ্রীমঙ্গলের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরিক্ষার পর তার পায়ে একটি আঘাতের চিহ্ন পাওয়া যায়। হাসপাতালে চিকিৎসা শেষে নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে অবস্থান করছেন।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ জানান, নাহিদ ইসলাম ৩ এপ্রিল সিলেটে পায়ে আঘাত পান। তখন বিষয়টি টের পাননি। শ্রীমঙ্গলে আসার পর পা ফুলে যায়। তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার পায়ে একটি স্ট্রেচ ধরা পড়ে। নাহিদ ইসলাম বর্তমানে ভালো আছেন। পায়ের আঘাত তেমন মারাত্বক নয়।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান